হামাস প্রতিনিধি ডা. খুদারিকে মুক্তি দিতে সৌদি রাজার কাছে আবেদন
https://parstoday.ir/bn/news/west_asia-i87118
ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি ডা. মুহাম্মাদ আল- খুদারি ও তার ছেলে হানিকে মুক্তি দিতে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৯:০৭ Asia/Dhaka
  • ডা. মুহাম্মাদ আল- খুদারি
    ডা. মুহাম্মাদ আল- খুদারি

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিনিধি ডা. মুহাম্মাদ আল- খুদারি ও তার ছেলে হানিকে মুক্তি দিতে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার।

তারা এক বার্তায় বলেছেন, সৌদি রাজা এ বিষয়ে হস্তক্ষেপ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন বলে তারা আশাবাদী।

এর আগে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াও একইভাবে ডা. খুদারিসহ সব ফিলিস্তিনি নাগরিকের মুক্তি দাবি করেছেন। 

২০১৯ সালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাভিত্তিক হামাসের প্রতি সমর্থন দেয়ার অভিযোগে কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে সৌদি আরব।

আটক ব্যক্তিদের মধ্যে ৮১ বছর বয়সী ডাক্তার মোহাম্মদ আল- খুদারি রয়েছেন যিনি বহুদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং বর্তমানে কোলন ক্যান্সারে ভুগছেন।

আল-খুদারির ছেলে ও সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিষয়ক অধ্যাপক ড. হানি আল-খুদারিকেও আটক করা হয়েছে অথচ তিনি কোনো রকমের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত নন।

সৌদি আরবের পক্ষ থেকে ফিলিস্তিনি নাগরিকদের ওপর এ ধরনের ধরপাকড় অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আল-খুদারি দীর্ঘদিন ধরে সৌদি আরবে হামাসের প্রতিনিধি ছিলেন। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর থেকেই আরব বিশ্বের মানুষের প্রিয় সংগঠন হামাসকে সন্ত্রাসবাদী হিসেবে গণ্য করছে রিয়াদ। #

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।