ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের মালিক মোসাদ প্রধানের ঘনিষ্ঠ লোক
https://parstoday.ir/bn/news/west_asia-i87998-ওমান_সাগরে_বিস্ফোরণে_ক্ষতিগ্রস্ত_জাহাজের_মালিক_মোসাদ_প্রধানের_ঘনিষ্ঠ_লোক
ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইহুদিবাদী ইসরাইলের কার্গো জাহাজের প্রকৃত মালিকের পরিচয় পাওয়া গেছে। তিনি ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে ইসরাইলের গণমাধ্যম খবর দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১৮:৪৩ Asia/Dhaka
  • এমভি হেলিয়স রে
    এমভি হেলিয়স রে

ওমান সাগরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ইহুদিবাদী ইসরাইলের কার্গো জাহাজের প্রকৃত মালিকের পরিচয় পাওয়া গেছে। তিনি ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে ইসরাইলের গণমাধ্যম খবর দিয়েছে।

এমভি হেলিয়স রে নামের এ জাহাজটির মালিক ৭৪ বছর বয়সী আব্রাহাম উনগার যার ছদ্মনাম রামি। তিনি ইসরাইলের অন্যতম প্রধান ধনাঢ্য ব্যক্তি এবং তিনিই প্রতিষ্ঠা করেছেন তেল আবিবভিত্তিক রে শিপিং লিমিটেড। 

ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্সের তথ্য মতে- এমভি হেলিয়স রে সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে গাড়ি বহন করছিল। আগামী ৫ মার্চ জাহাজটির সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল। 

বিস্ফোরণে ইসরাইলি জাহাজে গর্তের সৃষ্টি হয়েছে

জাহাজের মালিক রামি উনগারের বরাত দিয়ে ইসরাইলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে দেড় মিটার ব্যাসার্ধের দুটি গর্তের সৃষ্টি হয়েছে তবে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা ক্রুদের কেউ হতাহত হয় নি।#

পার্সটুডে/এসআইবি/২৭