সৌদিকে দুর্বল করতেই কি ইয়েমেনের চোরাবালিতে তাকে আটকিয়েছে আমেরিকা?
https://parstoday.ir/bn/news/west_asia-i89012-সৌদিকে_দুর্বল_করতেই_কি_ইয়েমেনের_চোরাবালিতে_তাকে_আটকিয়েছে_আমেরিকা
ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের ফলে দরিদ্র এই দেশটির ও সেখানকার স্থানীয় জনগণের ক্ষয়ক্ষতি এবং প্রতিরোধকামী ইয়েমেনের পাল্টা অঘাতে আগ্রাসী সৌদি জোটের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেছেন ইয়েমেনের সেনা-মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি।
(last modified 2025-12-13T07:38:09+00:00 )
মার্চ ২২, ২০২১ ২০:২৫ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদির নির্বিচার হামলা
    ইয়েমেনে সৌদির নির্বিচার হামলা

ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনের ফলে দরিদ্র এই দেশটির ও সেখানকার স্থানীয় জনগণের ক্ষয়ক্ষতি এবং প্রতিরোধকামী ইয়েমেনের পাল্টা অঘাতে আগ্রাসী সৌদি জোটের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরেছেন ইয়েমেনের সেনা-মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি।

ইয়াহিয়া সারির পরিবেশিত তথ্য থেকে জানা যায় গত ছয় বছরে সৌদি আগ্রাসী জোট ইয়েমেনের ওপর দুই লাখ ষাট হাজার বার বোমা বর্ষণ করেছে। নির্বিচারে চালানো এইসব বোমা হামলায় হতাহত হয়েছে বিশ হাজারেরও বেশি ইয়েমেনি নারী, পুরুষ ও শিশু এবং ধ্বংস হয়েছে অনেক শহর, রাস্তাঘাট, গ্রাম, স্কুল, বাজার, মসজিদ ও হাসপাতালের মত গুরুত্বপূর্ণ নানা প্রতিষ্ঠানসহ দেশটির অবকাঠামোর এক বিশাল অংশ।

আগ্রাসন শেষ হলেও হাজার হাজার কোটি ডলার দরকার হবে এইসব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে। মানবীয় বিপর্যয় ছাড়াও ইয়েমেনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা হবে এক বিশাল চ্যালেঞ্জ। 

অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও গণ-প্রতিরোধ যোদ্ধারা নানা ধরনের প্রতিরোধমূলক হামলা চালিয়েছে এক লাখ ২৭ হাজার ৭৮৪টি। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা ছিল এক হাজার ৩৪৮টি।   
অর্থ ও অস্ত্র-বল এবং পাশ্চাত্যের দোসর মুসলিম সরকারগুলোসহ গোটা পাশ্চাত্যের সর্বাত্মক সহায়তাপুষ্ট সৌদি জোটের দৃশ্যমান প্রধান নাটের গুরু সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এক মাসের মধ্যেই গোটা ইয়েমেন দখলের আশার কথা বলেছিলেন। অথচ ৬ বছরেও সে লক্ষ্য অর্জিত হয়নি, বরং একের পর এক সামরিক বিপর্যয়ের শিকার হয়ে সৌদি জোট এখন ইয়েমেনের চোরাবালিতে দিনকে দিন গভীরভাবে ডুবে গিয়ে লজ্জাজনক পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

ইয়েমেনের প্রতিরোধে এ পর্যন্ত বহু অফিসারসহ দশ হাজার ৪০০ সৌদি সেনা হতাহত হয়েছে। এ ছাড়াও হতাহত হয়েছে ১২৪০ জন আমিরাতি ও ৮ হাজার ৬৩৪ জন সুদানি এবং দুই লাখ ২৬ হাজার ৬১৫ জন ইয়েমেনি ভাড়াটে সেনা। অন্য কথায় সৌদি জোটের মোট দুই লাখ ৪৬ হাজার ৮৮৯জন সেনা প্রতিরোধকামীদের হাতে হতাহত হয়েছে।

ইয়েমেনে সৌদি আগ্রাসন এখন দেশটির সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাবের জন্য লজ্জাজনক কলঙ্ক। ইয়েমেনে আগ্রাসনের সবুজ-সংকেতদাতা মার্কিন সরকারও গোটা অঞ্চলে সৌদির এমন লেজে-গোবরে অবস্থা তথা দুর্বল হয়ে পড়ার কথা হয়ত চিন্তা করেনি কখনও! অনেক বিশ্লেষক এখন মনে করছেন গোটা অঞ্চলে সৌদি আরবকে কলঙ্কিত ও দুর্বল করতেই হয়তো মার্কিন সরকারই তাকে ইয়েমেন যুদ্ধের ফাঁদে আটক করেছে। 

আগামী ২৬ মার্চ ইয়েমেনে সৌদি আগ্রাসনের ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বছর শুরু হচ্ছে। #

পার্সটুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।