মাআরিবের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী
(last modified Mon, 29 Mar 2021 13:11:06 GMT )
মার্চ ২৯, ২০২১ ১৯:১১ Asia/Dhaka
  • মাআরিবমুখি ইয়েমেনের সেনাবাহিনী
    মাআরিবমুখি ইয়েমেনের সেনাবাহিনী

ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী নতুন করে মাআরিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। আল-মায়াদিন টিভি চ্যানেল তাদের সরেজমিন রিপোর্টে এই খবর দিয়ে আজ জানিয়েছে, ইয়েমেনি সেনারা এরইমধ্যে  মাআরিবের পশ্চিমাঞ্চলের দুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

এলাকা দুটি হলো 'হামা আজ-জিয়াব' এবং 'নুকতাহ নাখলা'। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মাআরিবের উত্তর-পশ্চিমের মাদগাল এবং সারওয়াহ'র উপকণ্ঠের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে।

মাআরিব প্রদেশে বিগত দুই মাসেরও বেশি সময় ধরে ন্যাশনাল সালভেশন সরকার (সানা)র সেনাবাহিনীর সঙ্গে সৌদি জোট ও পদচ্যুত সরকারের বাহিনীর সংঘর্ষ চলছে। হুথি আনসারুল্লাহ বাহিনী এবং ন্যাশনাল সালভেশন সরকারের সেনারা মাআরিবের পশ্চিম দিক থেকে ব্যাপক অগ্রসর হয়েছে। তারা শহরের দিকে কয়েক কিলোমিটার এগিয়ে গিয়ে শহরের কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হয়ে এখনও ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা। জল-স্থল এবং আকাশপথে দেশটির ওপর অবরোধ আরোপ করার ফলে ইয়েমেনে মানবীয় বিপর্যয় দেখা দিয়েছে। এরইমধ্যে নিহত হয়েছে অন্তত ১৬ হাজার নিরীহ ইয়েমেনি। সৌদি আগ্রাসনে দেশটিতে খাদ্যাভাবসহ ওষুধপত্রের অভাবে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে নিরপরাধ ইয়েমেনিরা।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।