মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লাহ সফর: বিক্ষোভ করলেন ফিলিস্তিনিরা
(last modified Wed, 26 May 2021 13:17:57 GMT )
মে ২৬, ২০২১ ১৯:১৭ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লাহ সফরের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর রামাল্লাহ সফরের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরে যাওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যে বৈঠক হওয়ার কথা রয়েছে তারও বিরোধিতা করছেন এসব ফিলিস্তিনি।

প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা ও সমালোচনা করে ব্যাপক শ্লোগান দেয় এবং তারা অসলো চুক্তির বিরোধিতা করে। বিক্ষোভে অংশ নেয়া লোকজন পরিষ্কার করে বলেছেন যে, অসলো চুক্তি মূলত শেষ হয়ে গেছে।

বিক্ষোভ মিছিলে বহন করা ফেস্টুন প্ল্যাকার্ডের অনেকগুলোতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত না জানানোর কথা বলা হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদে অর্থ যোগান না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোন কোন প্রকারে লেখা ছিল ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে। এছাড়া সম্প্রতি গাজা যুদ্ধে শহীদ ফিলিস্তিনি শিশুদের নকল কল্পিত কফিন বহন করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।