গাজা যুদ্ধ ইসরাইল বিরোধী প্রতিরোধের গতিপ্রকৃতি পাল্টে দিয়েছে: হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i92452-গাজা_যুদ্ধ_ইসরাইল_বিরোধী_প্রতিরোধের_গতিপ্রকৃতি_পাল্টে_দিয়েছে_হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ অক্ষ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে। তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইনাল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০১, ২০২১ ০৫:৩৫ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ অক্ষ বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে। তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইনাল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন।

হানিয়া বলেন, ইসরাইল বিরোধী যুদ্ধে কুদস বা বায়তুল মুকাদ্দাসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এ বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এতদিনকার গতিপ্রকৃতি বদলে দিয়েছে।

পূর্ব বায়তুল মুকাদ্দাস বিশেষ করে আল-আকসা মসজিদে ইসরাইলি দমন অভিযানের প্রতিবাদে গাজা থেকে ইসরাইল অভিমুখে রকেট বর্ষণ শুরু করা হলে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইসরাইলের বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় সাড়ে চার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামি জিহাদসহ প্রতিরোধ আন্দোলনগুলো।

দক্ষিণ লেবাননে সোমবার দেয়া বক্তৃতায় ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইল যে যুদ্ধাপরাধ করেছে তার বিচার করতে হবে। তিনি অবিলম্বে ফিলিস্তিনে নির্বাচন ঘোষণা করার জন্য স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানান। হানিয়া বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়া ফিলিস্তিনে জাতীয় সংহতি অর্জিত হবে না। সম্প্রতি মাহমুদ আব্বাস ফিলিস্তিনি ভূখণ্ডে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েও তা স্থগিত করে দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।