ইরাক-সিরিয়ায় তেল ও খাদ্য লুটপাট অব্যাহত রেখেছে মার্কিন সেনারা
(last modified Tue, 22 Jun 2021 11:27:43 GMT )
জুন ২২, ২০২১ ১৭:২৭ Asia/Dhaka

পশ্চিম এশিয়াসহ বিশ্বের যেকোন প্রান্তে মার্কিন সেনাদের উপস্থিতি ওই অঞ্চলের জনগণের জন্য দুঃখ-দুর্দশা, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই বয়ে আনেনি। মার্কিন সরকার নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারা যেখানে গেছে সেখানেই নতুন নতুন সংকট সৃষ্টি হয়েছে।

বছরের পর বছর ধরে দখলদার মার্কিন সেনা এবং তাদের অনুগত বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ইরাক ও সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে। ইরাক ও সিরিয়া সরকারের বিরোধিতা ও তীব্র সমালোচনা সত্ত্বেও মার্কিন সেনারা তাদের অনুচরদের সহায়তায় এই দুই দেশের উপর দখলদারিত্ব বজায় রেখেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ ও কৃষি পণ্য লন্ঠন অব্যাহত রেখেছে। অথচ সিরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং তাদের অমানবিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এই দেশের জনগণ আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রচণ্ড চাপের মধ্যে আছে।

সিরিয়ার আল আখবারিয়া টেলিভিশন চ্যানেল এ সংক্রান্ত এক প্রতিবেদনে সে দেশে মার্কিন সেনাদের লুটপাটের একটি চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 'দখলদার মার্কিন সেনারা তাদের অনুচরদের সহযোগিতায় সিরিয়ার তেল সম্পদ এবং সেখানে উৎপাদিত গম লুটপাট করে ইরাকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা সিরিয়ার জাজিরা এলাকা থেকে ৩২ লরি ভর্তি গম চুরি করে ইরাকে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। কেবল মাত্র গত মাসেই তারা ১৫০টিরও বেশী লরি ভর্তি গম সিরিয়া থেকে ইরাকে পাচার করেছে। সেইসঙ্গে চুরি করা তেলভর্তি ৫০০টির বেশি তেল ট্যাংকার সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হয়েছে।'

পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের উত্তরে এবং সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দখলদার মার্কিন সেনাদের উপস্থিতির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে এ দুইদেশে তৎপর বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্য, অস্ত্র ও অর্থের যোগান দেয়া। মার্কিন সেনারা এমন সময় সিরিয়ার জনগণের সম্পদ লুণ্ঠনের কাজে ব্যস্ত যখন ওই অঞ্চলের জনগণ বিক্ষোভ মিছিল করে এ অঞ্চলে মার্কিন সেনা ও তাদের অনুগত সন্ত্রাসীদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। বিশেষ করে কয়েক সপ্তাহ আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আরব উপজাতিরা মানবিজ এলাকার অধিবাসীদের প্রতি সমর্থন জানিয়ে ওই অঞ্চলে তৎপর বিদেশি অনুচরদের মোকাবেলায় সহায়তার ঘোষণা দিয়েছিল। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় অধিবাসীরা সংকটে পড়েছে এবং জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। এমনকি ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তাই সমগ্র এ অঞ্চলের জনগণের একটাই দাবী আর তা হচ্ছে তাদের দেশ থেকে দখলদার সেনা ও তাদের অনুচরদেরকে অবশ্যই বেরিয়ে যেতে হবে। গতকালও সিরিয়ায় অবস্থিত আমেরিকার দুটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রায়ই রকেট হামলা হচ্ছে। ফলে দিন যতই গড়াচ্ছে ততোই এ দুটি দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হচ্ছে।#

পার্সটুডে/রেজওয়ান  হোসেন/২২