মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরিয় সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i99028-মার্কিন_সেনাদের_গতিপথ_আটকে_দিল_সিরিয়_সেনারা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ২৩, ২০২১ ১৭:০৫ Asia/Dhaka

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।

তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশে মার্কিন সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলে জনরোষ তুঙ্গে রয়েছে। এরমধ্যেই সিরিয়ার সেনাবাহিনী মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করলো।

কৌশলগত এম-ফোর হাইওয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর বহর যাওয়ার সময় সিরীয় সেনারা বাধা দেয়। সিরিয়ার এসব সেনা হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে দামখিয়া গ্রামে মোতায়েন ছিল।

সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।#

পার্সটুডে/এসআইবি/২৩