ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি
https://parstoday.ir/bn/news/world-i101242-ইন্দোনেশিয়ায়_৭.৩_মাত্রার_ভূমিকম্প_সুনামির_সতর্কতা_জারি
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ (মঙ্গলবার) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২১ ১৬:০১ Asia/Dhaka
  • ভূমিকম্পের পর লোকজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে
    ভূমিকম্পের পর লোকজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ (মঙ্গলবার) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩।

ভূমিকম্পের পরপরই সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্কতা জারি করা হয়। তবে পরে এ সতর্কতা প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপের উত্তরাঞ্চল। সমুদ্রের ১৮.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় আজ সকালে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায় নি। তবে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

ইস্ট ফ্লোরেস জেলার একজন কর্মকর্তা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের এলাকাগুলো এখনো নিরাপদ আছে। কোনো ক্ষয়ক্ষতি হয় নি। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে আতঙ্কিত না হয়ে উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে। ১৯৭২ সালে ওই অঞ্চলে বড় রকমের সুনামি হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১৪