‘ওআইসি সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নেই’
https://parstoday.ir/bn/news/world-i101388-ওআইসি_সম্মেলনে_তালেবান_সরকারকে_স্বীকৃতি_দেয়ার_পরিকল্পনা_নেই’
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসন্ন সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৮, ২০২১ ১০:৩২ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসন্ন সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

পাকিস্তান সরকার ওআইসি’র ওই সম্মেলনে তালেবান সরকারকে আমন্ত্রণ জানিয়েছে এবং তালবানের পক্ষ থেকে সম্মেলনে যোগ দেয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

কুরেশি শুক্রবার ইসলামাবাদে বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, এই মুহূর্তে অগ্রাধিকারভিত্তিক কাজ হচ্ছে, যেকোনো মূল্যে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করা।তবে ওআইসি’র আসন্ন সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব তোলা হবে না বলে তিনি জানান।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করতে ইসলামাবাদ ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডেকেছে। কোরেশি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তানে মানবিক বিপর্যয় হতে পারে বলে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।