করোনা সংক্রমণের সমস্ত রেকর্ড ভেঙে গেছে
https://parstoday.ir/bn/news/world-i101858-করোনা_সংক্রমণের_সমস্ত_রেকর্ড_ভেঙে_গেছে
ব্রিটেনে করোনাভাইরাসের মহামারী মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। দেশটিতে মঙ্গলবার এক দিনে এক লাখ ২৯ হাজার ৪৭১টি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২১ ০০:৪৮ Asia/Dhaka
  • ব্রিটেনের করোনা সংক্রমণের সমস্ত রেকর্ড ভঙ্গ
    ব্রিটেনের করোনা সংক্রমণের সমস্ত রেকর্ড ভঙ্গ

ব্রিটেনে করোনাভাইরাসের মহামারী মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। দেশটিতে মঙ্গলবার এক দিনে এক লাখ ২৯ হাজার ৪৭১টি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে।

ব্রিটেনে করোনাভাইরাসের ওমিক্রণ ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং মঙ্গলবার এই সংক্রমণের ঘটনা দেশটিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে ব্রিটেনে করোনার সংক্রমণ একদিনে সর্বোচ্চ রেকর্ড ছিল এক লাখ ২২ হাজার ১৮৬। গত ২৪ ডিসেম্বর ওই রেকর্ড সৃষ্টি হয়েছিল। তার পাঁচ দিনের মাথায় সে রেকর্ড ভেঙে গেল

ব্রিটেনে করোনাভাইরাসের এই বিশাল ঢেউ আছড়ে পড়ার পরও প্রধানমন্ত্রী বরিস জনসন এখনই জনজীবনে কোনো ধরনের সীমাবদ্ধ আনতে চান না

করোনার সংক্রমণ তীব্র হওয়ার পরও লন্ডনের জনজীবন স্বাভাবিক, রাস্তায় ভিড়

সোমবার তিনি বলেছেন, দেশে তিনি কোন লকডাউন দেবেন না, যদিও মন্ত্রিসভার সদস্যরা জনগণের প্রতি সতর্কতার সাথে নতুন বছর উদযাপনের আহ্বান জানিয়েছেন। মন্ত্রীরা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থা যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে আইন-শৃঙ্খলা কঠোর করা হবে

করোনাভাইরাস যখন ব্রিটেনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন সরকারের পক্ষ থেকে লকডাউনের মতো বিধিনিষেধ আরোপ করা হয় এবং বেশিরভাগ মানুষ ঘর বাড়িতে অবস্থান করেন#

পার্সটুডে/এসআইবি/২৯