দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভিয়েতনামকে সমর্থন দিলেন ওবামা
https://parstoday.ir/bn/news/world-i10252-দক্ষিণ_চীন_সাগর_ইস্যুতে_ভিয়েতনামকে_সমর্থন_দিলেন_ওবামা
দক্ষিণ চীন সাগর ইস্যুতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধের মধ্যে ভিয়েতনামের প্রতি সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০১৬ ১৯:৪৮ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

দক্ষিণ চীন সাগর ইস্যুতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধের মধ্যে ভিয়েতনামের প্রতি সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছেন।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন, দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম নিজের বলে যে অংশকে দাবি করছে তার প্রতি সমর্থন ঘোষণা করছে আমেরিকা। ভিয়েতনামের ওপর থেকে ৫০ বছরের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার একদিন পর আজ (মঙ্গলবার) ওবামা এ কথা বললেন। ওবামার ঘোষণার পর দক্ষিণ চীন সাগর নিয়ে বির্তক ও আঞ্চলিক উত্তেজনা আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ওবামা আরো বলেছেন, “দক্ষিণ চীন সাগর নিয়ে চলমান বিতর্কে আমেরিকা কোনো পক্ষ নয় কিন্তু স্বাধীনভাবে জাহাজ চলাচলের নীতি বহাল রাখতে আমরা আমাদের অংশীদারদের পাশে থাকব।” তিনি বলেন, একটি দেশ কত বড় বা ছোট সেটি কোনো বিষয় নয় কিন্তু তার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। ভিয়েতেনামের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক অস্ত্র ও সরঞ্জাম দেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বারাক ওবামা গত রোববার তিনদিনের সফরে ভিয়েতনামে যান। ভিয়েতনাম যুদ্ধ অবসানের পর এ নিয়ে আমেরিকার তিনজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট হ্যানয় সফর করলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪