ক্রেমলিনের মুখপাত্রের প্রতিক্রিয়া
নিষেধাজ্ঞার হুমকি ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’
-
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা দেশগুলো দিয়েছে তাকে ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’ বলে বর্ণনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পদক্ষেপের কার্যকর কোনো প্রভাব থাকবে না। তিনি আরো বলেন, ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক দিক দিয়ে ‘বেদনাদায়ক নয় বরং ধ্বংসাত্মক’।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা দেশগুলো দিয়েছে তাকে ‘অকার্যকর তবে রাজনৈতিক দিক দিয়ে ক্ষতিকর’ বলে বর্ণনা করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের পদক্ষেপের কার্যকর কোনো প্রভাব থাকবে না। তিনি আরো বলেন, ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক দিক দিয়ে ‘বেদনাদায়ক নয় বরং ধ্বংসাত্মক’।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু’দিন আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ব্যক্তি ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পরবর্তীতে তার বক্তব্য সমর্থন করেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে ব্যক্তি পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উড়িয়ে দেবে না লন্ডন।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র বৃহস্পতিবার আরো বলেন, রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বিদেশে সম্পদ রাখার অনুমতি নেই। সাধারণত পশ্চিমা দেশগুলো অন্যান্য দেশের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের সম্পদ জব্দ করে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না কারণ, বিদেশে কোনো রুশ কর্মকর্তার কোনো অর্থ-সম্পদ নেই।
তবে যে কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে অর্থাৎ ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালাবে কিনা সে সম্পর্কে দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করেননি।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে।তবে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাতে চান।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।