কংগ্রেশনাল কমিটির মতামত
‘ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্প অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন’
-
ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা তদন্তের বিষয়ে গঠিত কংগ্রেশনাল কমিটি বলেছে, ওই হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকতে পারেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মেনে নিতে রাজি হন নি বরং নিজেকে বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর এক পর্যায়ে ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন হামলা চালায়। সে সময় সেখানে মার্কিন জো বাইডেনের বিজয়কে সার্টিফাই করার প্রক্রিয়া চলছিল। ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের রক্তক্ষয়ী হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হন।
তদন্তে নিযুক্ত কংগ্রেশনাল কমিটি তাদের তদন্তের গুরুত্বপূর্ণ অংশ গতকাল (বুধবার) মার্কিন ফেডারেল কোর্টে জমা দিয়েছে যাতে এই কমিটি বলেছে যে, জো বাইডেনের বিজয়ের বিষয়টি সার্টিফাই করার জন্য কংগ্রেস যে চেষ্টা চালিয়েছিল তা ব্যক্তিগতভাবে ট্রাম্প বাধাগ্রস্ত করার জন্য কয়েকটি আইন লঙ্ঘন করেছেন।

আদালতে জমা দেয়া ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, "তদন্ত কমিটি জোরালোভাবেই বিশ্বাস করে যে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রচার অভিযানে যুক্ত লোকজন আমেরিকাকে প্রবঞ্চিত করার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।"
২০২০ সালের নির্বাচনী ফলাফলের পর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-সহ ট্রাম্পের কয়েকজন সহযোগী বারবার তাকে বলেছিলেন যে, তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন কিন্তু কোনমতেই তা মেনে নিতে রাজি ছিলেন না ট্রাম্প। বরং ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তিনি সমর্থন জানিয়ে সে সময় নানা বক্তব্য-বিবৃতি দিয়েছিলেন। এ নিয়ে কংগ্রেস কমিটি তদন্তে নেমেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাতে পারেন বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৩