রাশিয়ার সঙ্গে ১৫ ধারাবিশিষ্ট সমঝোতার খবর অস্বীকার করল ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i105326-রাশিয়ার_সঙ্গে_১৫_ধারাবিশিষ্ট_সমঝোতার_খবর_অস্বীকার_করল_ইউক্রেন
যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ১৫ ধারাবিশিষ্ট একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক আজ (বৃহস্পতিবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ওই সমঝোতার কথা অস্বীকার করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৭, ২০২২ ১৫:১০ Asia/Dhaka
  • জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক
    জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক

যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ১৫ ধারাবিশিষ্ট একটি সমঝোতা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পুদোলিয়াক আজ (বৃহস্পতিবার) সকালে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ওই সমঝোতার কথা অস্বীকার করেছেন।

তিনি লিখেছেন, লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমস ১৫ ধারাবিশিষ্ট যে সমঝোতার কথা বলেছে তা সত্য নয়। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে ১৫ ধারাবিশিষ্ট ওই দাবি-দাওয়া উত্থাপন করা হলেও কিয়েভ তা মেনে নেয়নি।

পুদোলিয়াকের এ বক্তব্য ব্রিটিশ নিউজ চ্যানেল স্কাই নিউজে প্রচারিত হয়েছে। জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আলোচনায় দু’দেশের মধ্যে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো হলো- যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং কয়েকটি দেশের কাছ থেকে কিয়েভের নিরাপত্তার গ্যারান্টি পাওয়া।

অবশ্য তিনি এসব বিষয়ে মতৈক্যের দাবি করলেও বিষয়গুলোকে নিছক ইউক্রেনের দাবি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তারা বলছেন, রাশিয়ার আচরণে যুদ্ধবিরতি মেনে নিয়ে সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।