অস্তিত্বের হুমকি মনে করলেই কেবল রাশিয়া পরমণু অস্ত্র ব্যবহার করবে
https://parstoday.ir/bn/news/world-i105844-অস্তিত্বের_হুমকি_মনে_করলেই_কেবল_রাশিয়া_পরমণু_অস্ত্র_ব্যবহার_করবে
পরমাণু অস্ত্র ব্যবহার প্রশ্নে রাশিয়া সরকার আবারো তার রাষ্ট্রীয় অবস্থান পরিষ্কার করেছে।  রুশ সরকারের পক্ষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, শুধুমাত্র রাষ্ট্রীয় অস্তিত্বের হুমকি মনে করলেই কেবল তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে; অন্যথায় নয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ২৯, ২০২২ ১৭:৪৬ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

পরমাণু অস্ত্র ব্যবহার প্রশ্নে রাশিয়া সরকার আবারো তার রাষ্ট্রীয় অবস্থান পরিষ্কার করেছে।  রুশ সরকারের পক্ষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, শুধুমাত্র রাষ্ট্রীয় অস্তিত্বের হুমকি মনে করলেই কেবল তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে; অন্যথায় নয়।

তিনি আরো বলেছেন, ইউক্রেনের চলমান সামরিক অভিযানের কোনো ফলাফল পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্র তৈরি করবে না। পেসকভ বলেন, “আমাদের সামনে নিরাপত্তার পরিষ্কার ধারণা রয়েছে এবং এটি খুবই পরিষ্কার যে, যখন আমাদের রাষ্ট্রের অস্তিত্ব হুকির মুখে পড়বে তখনই কেবল সেই হুমকি দূর করতে ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করতে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব।” একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ এসব কথা বলেন।

রাশিয়ার পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র

তিনি সুস্পষ্ট করে বলেন, ইউক্রেনে সামরিক অভিযান ও রাষ্ট্রীয় অস্তিত্বের হুমকি- দুটি আলাদা বিষয়, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নেই। এর আগে, গত সপ্তাহে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারেও পেসকভ বলেছিলেন, অস্তিত্বের হুমকির মুখে পড়লেই কেবল রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তার এই কথাকে পশ্চিমা নেতারা রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে প্রচার শুরু করেন।#    

পার্সটুডে/এসআইবি/২৮