বাইডেনের ‘সংবেদনশীল’ বক্তব্য বিপর্যয় সৃষ্টি করতে পারে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i105872-বাইডেনের_সংবেদনশীল’_বক্তব্য_বিপর্যয়_সৃষ্টি_করতে_পারে_রাশিয়া
মস্কোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সংবেদনশীল’ বক্তব্যের পরিণতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া আশা করছে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের উসকানিমূলক বক্তব্যের কারণে তিনি এমন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবেন না যার ফলে গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টি হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ৩০, ২০২২ ০৭:১৯ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

মস্কোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘সংবেদনশীল’ বক্তব্যের পরিণতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া আশা করছে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের উসকানিমূলক বক্তব্যের কারণে তিনি এমন কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেবেন না যার ফলে গোটা বিশ্বে বিপর্যয় সৃষ্টি হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পোল্যান্ড সফরে গিয়ে বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির ক্ষমতায় থাকতে পারবেন না। যদিও পরবর্তীতে হোয়াইট হাউজ বাইডেনের বক্তব্যর ব্যাখ্যা দিয়ে বলেছে, তিনি রাশিয়ার সরকারে পরিবর্তন আনার কথা বলেননি। কিন্তু এরপর বাইডেন তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তিনি যা বলেছেন তা থেকে সরে যাবেন না।

মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়ার ক্ষমতায় কে থাকবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ মার্কিন প্রেসিডেন্ট নন।

জো বাইডেন এমন সময় রাশিয়ার বিরুদ্ধে ওই কড়া বক্তব্য দিলেন যখন তার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে বিভিন্ন জনমত জরীপে দেখা গেছে।#   

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।