অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পাকিস্তানের সরকারি কর্মকর্তারা
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অনাপত্তিপত্র ছাড়া বিদেশ যেতে পারবেন না। পাকিস্তানে সরকার পরিবর্তনের কারণে অনেক কর্মকর্তা দেশ থেকে পালাতে পারেন বলে আশঙ্কা করছে দ্য সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ।
এই সংস্থার নির্দেশনায় দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশে ভ্রমণ করতে চাইলে তাকে বাধা দিতে বলা হয়েছে।
ইমরান খানের জোট সরকারের পতনের পর হঠাৎ করেই পাকিস্তানি নাগরিকদের বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। এ কারণে বিমানবন্দরের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদেরও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে গতকাল শনিবার সকালে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। এর মাঝে দফায় দফায় অধিবেশন মুলতবি করা হয়। রাত ১২টার অল্প কিছু সময় আগে পদত্যাগ করেন স্পিকার আসাদ কোরেশি। এরপর ডেপুটি স্পিকারও পদত্যাগের ঘোষণা দেন।
এরপর গভীর রাতে ভোটাভুটিতে হেরে যান ইমরান খান। বিদেশি শক্তির প্ররোচনায় সংসদে অনাস্থা ভোটের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন ইমরান খান। আমেরিকা এর সঙ্গে জড়িত বলে ইমরান খানের দল পিটিআই অভিযোগ করেছে। এ সংক্রান্তও কিছু প্রমাণও তুলে ধরা হয়েছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।