পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যা বলল তালেবান সরকার
https://parstoday.ir/bn/news/world-i106450-পাকিস্তানের_রাজনৈতিক_পরিস্থিতি_সম্পর্কে_যা_বলল_তালেবান_সরকার
পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করার পাশাপাশি দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার। পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশা ব্যক্ত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১১, ২০২২ ০৬:২৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ
    আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ

পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করার পাশাপাশি দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার। পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশা ব্যক্ত করেছেন।

আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতায় আসার পেছনে ইমরান খান সরকার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে বলে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ইমরান খান

ইমরান খান সরকারের পতন সংক্রান্ত ঘটনাপ্রবাহকে স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে।পাকিস্তানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র বলেন, দু’দেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ (সোমবার) আরো পরে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে। এতে প্রার্থী হয়েছেন মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ ও ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান এক টুইটার বার্তায় লিখেছেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পাকিস্তানে মার্কিন সেনা ঘাঁটি করার অনুমতি না দেয়াকেও তিনি নিজের ক্ষমতা হারানোর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন।#

র্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।