মারিওপলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের নতুন সময়সীমা দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i106908-মারিওপলে_ইউক্রেনের_সেনাদের_আত্মসমর্পণের_নতুন_সময়সীমা_দিল_রাশিয়া
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে দেশটির অবরুদ্ধ হয়ে পড়া সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়া নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। শহরটিতে রাশিয়া জোরদার সামরিক অভিযান চলছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২০, ২০২২ ১৮:২৭ Asia/Dhaka
  • বিধ্বস্ত মারিওপল শহর
    বিধ্বস্ত মারিওপল শহর

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে দেশটির অবরুদ্ধ হয়ে পড়া সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়া নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। শহরটিতে রাশিয়া জোরদার সামরিক অভিযান চলছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, "সম্পূর্ণ মানবিক অবস্থান থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী আবারো ইউক্রেনের জাতীয়তাবাদী সেনা এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদেরকে মস্কো সময় ২০ এপ্রিল বেলা দুটোর মধ্যে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানাচ্ছে।"

এর আগে রাশিয়া মারিওপল শহরে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল কিন্তু তখন ইউক্রেনের একজন সেনাও আত্মসমর্পণ করে নি বর্তমানে হাজার হাজার রুশ সেনা গোলন্দাজ এবং রকেট ইউনিট এর সহায়তায় সামনে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে রাশিয়ার এই বাহিনী দোনদাস এলাকা মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছেন। 

কিয়েভ থেকে সেনা প্রত্যাহারের পর রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে

ইউক্রেনের সামরিক কমান্ডাররা আত্মসমর্পণ না করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে দেশটির জেনারেল স্টাফ আজ দিনের শুরুর দিকে বলেছেন, আজভস্তাল ইস্পাত কারখানার কাছে লড়াই চলছে এবং রাশিয়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে অভিযান চালানোর চেষ্টা করছে

গতকাল শেষ বেলায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদালিয়াক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, মারিওপল শহরের ইস্পাত কারখানায় হামলার জন্য রাশিয়ার সেনারা বাঙ্কার বিধ্বংসী বোমা ব্যবহার করছে

এদিকে, মারিয়াপল শহরে লড়াইরত ইউক্রেনের মেরিন সেনাদের কমান্ডার শেরহি ভোলিনা বলেছেন যে, তার সেনারা সেখানে শেষ দিনগুলো পার করছে#

পার্সটুডে/এসআইবি/২০