শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষ: জো বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i108092
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউইয়র্কের বাফেলো শহরে গত শনিবার উগ্রবাদী শ্বেতাঙ্গবাদী নাগরিকের গুলিতে যে ১০ ব্যক্তি নিহত হয়েছে তা নিতান্তই শ্বেতাঙ্গ আধিপত্যকামিতার ফসল। এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষের মতো।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ১৮, ২০২২ ১৫:৫৬ Asia/Dhaka
  • নিহতদের স্মরণে ফুল দেন জো বাইডেন
    নিহতদের স্মরণে ফুল দেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউইয়র্কের বাফেলো শহরে গত শনিবার উগ্রবাদী শ্বেতাঙ্গবাদী নাগরিকের গুলিতে যে ১০ ব্যক্তি নিহত হয়েছে তা নিতান্তই শ্বেতাঙ্গ আধিপত্যকামিতার ফসল। এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষের মতো।

গতকাল বাফেলো হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনের পর উপস্থিত জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন। 

প্রেসিডেন্ট বাইডেন বলেন, বাফেলোতে যা ঘটেছে তা সোজাসুজি বললে বলতে হবে সন্ত্রাসবাদ এবং দেশীয় সন্ত্রাসবাদ। জো বাইডেন তার বক্তৃতায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, মার্কিন গণমাধ্যম, ইন্টারনেট এবং মার্কিন রাজনীতির বর্ণবাদী নেতাদের নিন্দা করেন যারা এই হামলার পর বর্ণবাদী তত্ত্ব প্রচার করছে।

টপস নামের এই দোকোনের ক্রেতাাদের ওপর গুলি চালায় শ্বেতাঙ্গবাদী জেনড্রন

শনিবার পেইটন জেনড্রন নামে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ প্রায় ৩০০ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে এসে নিই ইয়র্কের বাফেলো শহরের একটি সুপার মার্কেটে নির্বিচারে গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে। এ ঘটনায় আরও তিনজন আহত হন। গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১০ জনই কৃষ্ণাঙ্গ নাগরিক।

এ ঘটনায় মার্কিন প্রশাসন যেমন নড়েচড়ে বসেছে, তেমনি বাফেলো এবং তার আশপাশের এলাকায় অশ্বেতাঙ্গদের মাঝে প্রচণ্ড, ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর পর ১৮ বছর বয়সী জেনড্রনও পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনাকে আমেরিকায় হেইট ক্রাইম হিসেবে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন আরো বলেন, “সুস্পষ্টভাবে এবং জোরের সাথে আমাদেরকে এই কথা বলতে হবে যে, আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদের কোনো স্থান নেই।#

পার্সটুডে/এসআইবি/১৮