ইউরোপের সাহায্য নিয়েও যুদ্ধে জিততে পারবে না ইউক্রেন: হাঙ্গেরি
https://parstoday.ir/bn/news/world-i110936-ইউরোপের_সাহায্য_নিয়েও_যুদ্ধে_জিততে_পারবে_না_ইউক্রেন_হাঙ্গেরি
ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ২৪, ২০২২ ০৯:৩৩ Asia/Dhaka
  • হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান
    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান

ইউরোপীয় দেশগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপের দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউকে ইউক্রেন যুদ্ধের একটি পক্ষ নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন।

রোমানিয়া সফররত ওরবান শনিবার বুখারেস্টে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করার চেয়ে পাশ্চাত্যের উচিত একটি শান্তি চুক্তিতে উপনীত হতে কিয়েভকে সাহায্য করা। হাঙ্গেরির প্রধানমন্ত্রী একথার স্বীকৃতি দেন যে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার যে নীতি পাশ্চাত্য নিয়েছে তা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ইইউ, আমেরিকা, কানাডা ও তাদের মিত্ররা যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে রাশিয়া দুর্বল হয়নি বরং ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। ওরবান স্পষ্ট করে বলেন, “যেকোনো এক পক্ষে চলে যাওয়া ইইউর উচিত হয়নি বরং তার উচিত ছিল একটি সমঝোতায় উপনীত হওয়ার জন্য দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করা।"

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া

হাঙ্গেরির প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, “ইউরোপের সহযোগিতা নিয়েও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে না ইউক্রেন।” তিনি বলেন, ইউরোপ ভেবেছিল তাদেরকে অনুসরণ করে গোটা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

তিনি বলেন, ইউরোপীয় সরকারগুলো রাশিয়ার মোকাবিলায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং জ্বালানীর দাম বেড়ে গেছে। কাজেই ইউরোপকে এখন ইউক্রেনকে সমর্থন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। ভিক্টর ওরবান জানান, শুরু থেকেই তিনি রাশিয়ার বিরুদ্ধে ইইউর আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন না এবং এখন ইউরোপের জন্য ওই নিষেধাজ্ঞার ক্ষতিকর দিকগুলো স্পষ্ট হতে শুরু করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।