'তাইওয়ান অবরোধ' মহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে চীন
https://parstoday.ir/bn/news/world-i111454-'তাইওয়ান_অবরোধ'_মহড়ায়_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করবে_চীন
তাইওয়ানের চারপাশ ঘিরে চীন যে বিশাল সামরিক মহড়া শুরু করেছে তাতে অত্যাধুনিক হাইপারসনিক ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে। চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৪, ২০২২ ১৫:০১ Asia/Dhaka
  • চীনা ক্ষেপণাস্ত্র
    চীনা ক্ষেপণাস্ত্র

তাইওয়ানের চারপাশ ঘিরে চীন যে বিশাল সামরিক মহড়া শুরু করেছে তাতে অত্যাধুনিক হাইপারসনিক ডিএফ-১৭ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে। চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস এ খবর দিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুরে চীন এই মহড়া শুরু করেছে এবং আগামী সাত আগস্ট দুপুর পর্যন্ত তা চলবে।

চীনা গণমাধ্যম জানিয়েছে, যৌথভাবে অবরোধ সৃষ্টি, সমুদ্র অভিযান এবং স্থল ও আকাশ পথের যুদ্ধের মহড়া চালাবে চীনা সামরিক বাহিনী। মহড়ায় চীনের জে-২০ স্টিলথ জঙ্গিবিমান অংশ নিচ্ছে।

মহড়া শুরুর আগেই গ্লোবাল টাইমসহ চীনের গণমাধ্যমগুলো একে 'নজিরবিহীন মহড়া' বলে উল্লেখ করেছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, চীন প্রথমবারের মতো তাইওয়ান দ্বীপের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।

চীনের পূর্বাঞ্চলীয় কমান্ড গতকাল জানিয়েছে যে, তারা তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ- পূর্ব এলাকায় বাস্তব যুদ্ধের মহড়া পরিচালনা করবে। এর মধ্যে ছয়টি স্পটে চীনা সামরিক বাহিনী তাজা গুলি ব্যবহার করবে বলে পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪