‘ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি’
-
ইউরোপের রাস্তায় ভিক্ষুক
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার ফল হিসেবে ইউরোপের দেশগুলো এখন পশ্চিমা জগতে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে। কেনেথ র্যাপোজা নামে একজন সিনিয়র কলামিস্ট ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে একথা বলেছেন।
তিনি বলেন, ইউরোপ পশ্চিমা জগতে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে ইউক্রেন ইসুতে রাশিয়ার উপর অবরোধ আরোপ। তিনি বলেন, আজকাল ইউরোপের স্টক মার্কেট পশ্চিমা বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
কেনেথ র্যাপোজা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি হিসেবে দেশটির জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় যার ফল হিসেবে সারা বিশ্বে নিত্যপণ্যের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এটি ইউরোপীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি ডেকে এনেছে।
এই নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন কী করে তার পরিষ্কার দিকনির্দেশনা না আসা পর্যন্ত বিনিয়োগকারীদেরকে ইউরোপের দেশগুলোতে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছেন এই সিনিয়র কলামিস্ট।
তিনি বলেন, ইউক্রেনে যদি খুব শিগগিরই যুদ্ধবিরতি না হয় তাহলে খুবই সম্ভাবনা রয়েছে যে, রাশিয়া থেকে গ্যাস পাওয়ার জন্য ইউরোপকে নানা ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।