ইরানের জবাব চূড়ান্ত চুক্তির পথে অন্তরায় নয়: রাশিয়া
(last modified Tue, 13 Sep 2022 02:03:21 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৮:০৩ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী উলিয়ানোভ (বাম থেকে প্রথম) কথা বলছেন ইরানি প্রতিনিধিদলের সঙ্গে
    ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী উলিয়ানোভ (বাম থেকে প্রথম) কথা বলছেন ইরানি প্রতিনিধিদলের সঙ্গে

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উত্থাপিত খসড়া চুক্তির যে জবাব ইরান দিয়েছে তা চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পথে ‘গুরুতর অন্তরায়’ নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। ভিয়েনায় পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।

উলিয়ানোভের টুইটার বার্তায় বলা হয়েছে, “প্রকৃতপক্ষে, ইরানের প্রতিক্রিয়ায় এমন কোনও সমস্যা নেই যা চুক্তির পথে গুরুতর বাধা হতে পারে।” তিনি আবারও বলেন, চূড়ান্ত চুক্তি সই করতে হলে সবগুলো পক্ষকে রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতে হবে।

উলিয়ানোভ তার টুইটার বার্তায় আরো বলেন, ভিয়েনা সংলাপের ফলাফল একান্তভাবে নির্ভর করছে এতে অংশগ্রহণকারী পক্ষগুলোর রাজনৈতিক সদিচ্ছার ওপর।

এই সিনিয়র রুশ কূটনীতিক এমন সময় এসব কথা বললেন যখন সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, নিজের প্রতিক্রিয়া জানানোর পর ইরান এবার আমেরিকার জবাবের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ইরান তার প্রতিক্রিয়ায় নতুন কোনো দাবি জানায়নি। এটি মেনে নেয়া প্রতিপক্ষের জন্য অত্যন্ত সহজ। কিন্তু তারা তেহরানের বিরুদ্ধে প্রচারণার পথ বেছে নিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।