পুনঃএকত্রীকরণের পর সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i115776-পুনঃএকত্রীকরণের_পর_সর্বোচ্চ_মূল্যস্ফীতির_কবলে_জার্মানি
জার্মানিতে বার্ষিক মূল্যস্ফীতির হার শতকরা ১০.৪ ভাগে পৌঁছেছে। মূল্যস্ফীতির ব্যাপারে আগের ধারণা ছাড়িয়ে এটি জার্মানির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০২২ ১৬:২৭ Asia/Dhaka
  • পুনঃএকত্রীকরণের পর সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে জার্মানি

জার্মানিতে বার্ষিক মূল্যস্ফীতির হার শতকরা ১০.৪ ভাগে পৌঁছেছে। মূল্যস্ফীতির ব্যাপারে আগের ধারণা ছাড়িয়ে এটি জার্মানির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিকাল অফিস গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দুই জার্মানির একত্রীকরণের পর এই প্রথম মূল্যস্ফীতি এই পর্যায়ে পৌঁছালো। জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিকাল অফিসের পরিচালক ডক্টর জর্জ থিয়েল বলেন, জ্বালানি পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়াই হচ্ছে এই মারাত্মক মুদ্রা স্ফীতির প্রধান কারণ।

গত অক্টোবর মাসে জার্মানিতে আগের বছরের একই সময়ের চেয়ে শতকরা ৪৬ ভাগ বেশি ছিল জ্বালানিপণ্যের দাম। এ কারণে গৃহস্থালিতে ব্যবহৃত অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা ৫৫ ভাগ। এছাড়া গ্যাসের দাম বেড়েছে গত বছরের অক্টোবর মাসের তুলনায় শতকরা ১০৯ দশমিক আট ভাগ।

জ্বালানির পরে খাদ্য পণ্যের দামও বেড়েছে একইভাবে। গতবছরের তুলনায় চলতি বছরে খাদ্য পণ্যের দাম বেড়েছে ২০.৩০ ভাগ। ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি একীভূত হয়।#

পার্সটুডে/এসআইবি/১২