তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৮ আহত ৮১; ইরানের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i115846-তুরস্কের_ইস্তাম্বুলে_শক্তিশালী_বিস্ফোরণে_নিহত_৮_আহত_৮১_ইরানের_নিন্দা
তুরস্কের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮১ জন আহত হয়েছে। ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০২২ ০৬:১৩ Asia/Dhaka
  • তুরস্কের ইস্তাম্বুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৮ আহত ৮১; ইরানের নিন্দা

তুরস্কের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮১ জন আহত হয়েছে। ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।

এলাকাটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনাগোনায় ভরপুর থাকে।বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় এবং কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।তবে বিস্ফোরণটি একটি বোমা হামলা ছিল বলে ইস্তাম্বুলের বিভিন্ন সংবাদ সূত্র জানিয়েছে।

পরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ওই হামলার নিন্দা জানিয়ে নিহতের ভিন্ন সংখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ইস্তাম্বুলের বিস্ফোরণে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা গেছে। এরদোগান ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে আহতের সংখ্যা ৫৩ বলে উল্লেখ করেন। তিনি এ হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় কিছু নিরপরাধ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, তুরস্কের জনগণ ও জাতীয় নিরাপত্তাকে লক্ষ্য করে যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায় তেহরান। তিনি ওই হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।