ইস্তাম্বুল শহরে সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানালো ইরান
-
নাসের কানয়ানি
তুরস্কের ইস্তাম্বুল শহরে গতকাল (রোববার) যে সন্ত্রাসী হামলা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকালই বলেছেন, “তুরস্ক এবং এর সাধারণ জনগণকে লক্ষ্য করে যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার আমরা কঠোর নিন্দা জানাই।"
তিনি আরো বলেন, “আমরা বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ তুর্কি সরকারের পাশে রয়েছি। হতাহতদের প্রতি ইরান সান্তনা ও সমবেদনা জানাচ্ছে।” বোবা হামলায় যে সমস্ত মানুষ আহত হয়েছেন নাসের কানয়ানি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গতকাল সন্ধ্যার দিকে ইস্তাম্বুল শহরের ইসতিকলাল সড়কে ওই বোমা হামলা হয়। এতে অন্তত ছয় জন নিহত ও ৮১ জন আহত হয়েছে। হামলার সময় ইসতিকলাল সড়ক লোকে পরিপূর্ণ ছিল।

তুর্কি সরকার জানিয়েছে, হামলায় একটি মন্ত্রণালয়ের একজন কর্মী এবং তার মেয়ে নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে আইসিইউতে রাখা হয়েছে যাদের দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর। কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেননি। তবে তুর্কি প্রেসিডেন্টের রজব তাইয়্যেব এরদোগান এই হামলাকে সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “আমাদের লোকজন নিশ্চিত থাকতে পারে যে, এই হামলার পেছনে যারা জড়িত তাদের সবাইকে বিচার ও শাস্তির আওতায় আনা হবে।”#
পার্সটুডে/এসআইবি/১৪