ফুটবল বিশ্বকাপকে ঘিরে দোহা এখন উৎসবের নগরী
https://parstoday.ir/bn/news/world-i115874-ফুটবল_বিশ্বকাপকে_ঘিরে_দোহা_এখন_উৎসবের_নগরী
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটির ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ৮টি স্টেডিয়াম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৪, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • ফুটবল বিশ্বকাপকে ঘিরে দোহা এখন উৎসবের নগরী

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটির ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ৮টি স্টেডিয়াম।

পাশাপাশি দলগুলোর জন্য অনুশীলনের মাঠও তৈরি করতে হয়েছে। মাঠে দর্শক ও ফুটবলারদের নানারকম সুযোগ-সুবিধার জন্যও খরচ হয়েছে বিপুল পরিমাণ অর্থ।

বিশ্বকাপ ঘিরে কাতারের রাজধানী দোহা এখন উৎসবের নগরী। কাতারের সুউচ্চ বড় বড় ইমারত ও দালানকোঠা, রাস্তাঘাট সেজেছে নতুন সাজে।

২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডর ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। ১৮ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। #  

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪