চীন-রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেয়া হবে
https://parstoday.ir/bn/news/world-i116442-চীন_রাশিয়ার_সঙ্গে_সহযোগিতাকে_অগ্রাধিকার_দেয়া_হবে
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ বলেছেন, নিকটতম দুই প্রতিবেশী চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেবে তার সরকার। গতকাল (শনিবার) কাজাখস্তানের নতুন সরকারের কর্মকাণ্ড শুরুর প্রথম দিনে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। কাজাখস্তানে সম্প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে কাসিম জুমার্ত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
(last modified 2025-12-31T13:39:49+00:00 )
নভেম্বর ২৭, ২০২২ ১৩:১০ Asia/Dhaka
  • কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ
    কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ বলেছেন, নিকটতম দুই প্রতিবেশী চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেবে তার সরকার। গতকাল (শনিবার) কাজাখস্তানের নতুন সরকারের কর্মকাণ্ড শুরুর প্রথম দিনে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। কাজাখস্তানে সম্প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে কাসিম জুমার্ত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গতকালের ভাষণে তিনি বলেন, কাজাখস্তান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে যার মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার বিবেচনা করে বেইজিং এবং মস্কোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলবো। এরপরেই গুরুত্ব পাবে মধ্য এশিয়ার দেশগুলো।”

তোকায়েভ আরো বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুসরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কাজাখস্তান। তবে অন্য দেশগুলোর সঙ্গেও বহুজাতিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাতিল করবে না আস্তানা। তিনি জানান, তার দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আগ্রহী অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করবে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তোকায়েভ শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছেন। ২০১৯ সালে সর্বপ্রথম তিনি ক্ষমতায় আসেন। এর আগে দেশটিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন নূর সুলতান নাজারবায়েভ।#

 

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।