ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো; পর্তুগালও পেয়েছে শেষ আটের টিকেট
https://parstoday.ir/bn/news/world-i116868
কাতার বিশ্বকাপ ফুটবলে গতরাতে নকআউট পর্বের খেলায় স্পেনকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো। সেই ইতিহাসের সিঁড়ি বেয়ে উত্তর আফ্রিকার দেশটি উঠে গেছে আসরের কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে, 'হায় আফসোস' করে মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী স্পেনকে।
(last modified 2025-08-13T13:01:58+00:00 )
ডিসেম্বর ০৭, ২০২২ ১০:২০ Asia/Dhaka
  • স্পেনকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো
    স্পেনকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো

কাতার বিশ্বকাপ ফুটবলে গতরাতে নকআউট পর্বের খেলায় স্পেনকে রুখে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো। সেই ইতিহাসের সিঁড়ি বেয়ে উত্তর আফ্রিকার দেশটি উঠে গেছে আসরের কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে, 'হায় আফসোস' করে মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী স্পেনকে।

আল রাইয়ানে এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর সপ্তম ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ছিল গোলশূন্য সমতায়। টাইব্রেকারে তিনটি শট আটকে মরক্কোর ইতিহাসের নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনো। এর আগে বেলজিয়ামের বিপক্ষে জয় ও ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে মরক্কো। যোগ্য দল হিসেবেই শেষ আটে পা রেখেছে তারা।

মরক্কো এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতেই খেলেছিল একবার। ১৯৮৬ সালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল তারা। আর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এর আগে ১২০ মিনিটে যাওয়া তিনটি নকআউট ম্যাচে হার দেখেছিল মরক্কো। কিন্তু এবার আর স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়নি। হাকিম জিয়াশ-আশরাফ হাকিমিরা মরুর বুকে ফুল ফুটিয়েছেন।  

মরক্কোর জয়ের নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনো

প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নিজেদের আগের চারটি পেনাল্টি শুটআউটের তিনটিতেই হেরে যায় স্পেন। গত বিশ্বকাপের শেষ ষোলোতে রাশিয়া এবং ২০২০ ইউরোর সেমিফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে ছিটকে যায় তারা। তাই এবার ১ হাজার পেনাল্টি শট প্র্যাকটিস করেই কাতার এসেছিলেন স্পেনের খেলোয়াড়রা। কিন্তু লাভ হয়নি। আবার টাইব্রেকারে হারই দেখতে হলো ২০১০ সালের চ্যাম্পিয়নদের।

হ্যাটট্রিক করে পর্তুগালের জয়ের নায়ক ‘অখ্যাত’ গঞ্জালো রামোস

এদিকে, গতরাতে আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের বড় ব্যবধানে হেসে খেলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক ‘অখ্যাত’ গঞ্জালো রামোস। তার হ্যাটট্রিকেই সুইজারল্যাল্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ২০০৬ বিশ্বকাপের পর কোয়ার্টার ফাইনালে উঠলো পর্তুগাল। 

জাতীয় দলে চতুর্থ ম্যাচেই কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন ২১ বছরের তরুণ গঞ্জালো রামোস। বিশ্বকাপের ইতিহাসে এটি পর্তুগালের তৃতীয় হ্যাটট্রিক, নকআউট পর্বে দ্বিতীয়। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৮ বিশ্বকাপে এবং ইউসেবিও ১৯৬৬ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন। কাল লুসাইল আইকনিক স্টেডিয়ামে রামোসের সঙ্গে গোল উৎসবে যোগ দেন পেপে, রাফায়েল গেরেইরো ও রাফায়েল লেয়াও।

সুইজারল্যান্ডের হয়ে ব্যবধান কমান ম্যানুয়েল আকানজি। ৬-১ গোলের এই জয়ে আগামী ১০ই ডিসেম্বর আল থুমামা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৭