কম্বোডিয়ায় জুয়ার ভবনে আগুন: জীবন বাঁচাতে ঝাঁপ, নিহত অন্তত ১১
https://parstoday.ir/bn/news/world-i117770-কম্বোডিয়ায়_জুয়ার_ভবনে_আগুন_জীবন_বাঁচাতে_ঝাঁপ_নিহত_অন্তত_১১
থাইল্যান্ড সীমান্তবর্তী কম্বোডিয়ার পয়পেট শহরের একটি বহুতল ক্যাসিনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এছাড়া, উদ্ধারকারীরা ওই ভবন থেকে অন্তত ৭০০ ব্যক্তিকে উদ্ধার করে থাইল্যান্ডের হাসপাতালে পাঠায়। এসব ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৯, ২০২২ ১২:৫৪ Asia/Dhaka
  • কম্বোডিয়ায় জুয়ার ভবনে আগুন: জীবন বাঁচাতে ঝাঁপ, নিহত অন্তত ১১

থাইল্যান্ড সীমান্তবর্তী কম্বোডিয়ার পয়পেট শহরের একটি বহুতল ক্যাসিনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এছাড়া, উদ্ধারকারীরা ওই ভবন থেকে অন্তত ৭০০ ব্যক্তিকে উদ্ধার করে থাইল্যান্ডের হাসপাতালে পাঠায়। এসব ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক।

ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচার জন্য বহুতল ভবন থেকে বহু মানুষ লাফিয়ে পড়ে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল অ্যান্ড ক্যাসিনো নামের ভবনটিতে আগুন ধরে গেলে কম্বোডিয়ার ফায়ার ফাইটারদের পাশাপাশি থাইল্যান্ডের উদ্ধারকারীরা উদ্ধার কাজে অংশ নেয়।

থাইল্যান্ডের উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, নিহতদের কয়েকজন প্রচণ্ড ধোয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফলে ভবনটির ভেতরে ঢুকে উদ্ধার কাজ পরিচালনা করতে পারেননি।

ক্যাসিনো ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে এবং পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। নিচ তলায় আগুন ছড়িয়ে পড়লে অনেকেই ভবনের ছাদে চলে যান এবং তারা উদ্ধারের অপেক্ষা করতে থাকেন। কিন্তু সেখানে ফায়ার ফাইটারদের হাতে কোনো ক্রেন না থাকায় তাদেরকে সময়মতো উদ্ধার করা যায়নি। এছাড়া প্রবল বেগে বাতাস বয়ে যাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন