পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান
(last modified Mon, 02 Jan 2023 04:54:47 GMT )
জানুয়ারি ০২, ২০২৩ ১০:৫৪ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যার যার পরমাণু স্থাপনাগুলোর তালিকা বিনিময় করেছে।সেইসঙ্গে পরস্পরের কারাগারে আটক বেসামরিক বন্দিদের তালিকাও বিনিময় করেছে প্রতিবেশী দু’দেশ। গত কয়েক দশক ধরে ইংরেজি বছরের প্রথম দিন নয়াদিল্লি ও ইসলামাবাদ এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর তালিকা ইসলামাবাদস্থ ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ভারতও নয়াদিল্লিস্থ পাকিস্তান হাই কমিশনের কাছে তার পরমাণু স্থাপনাগুলোর তালিকা হস্তান্তর করেছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৮৮ সালে ভারত ও পাকিস্তান পরস্পরের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একটি চুক্তি সই করেছিল। ওই চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ১৯৯২ সাল থেকে পরস্পরের কাছে নিজেদের পরমাণু স্থাপনাগুলোর তালিকা হস্তান্তর করে আসছে দু’দেশ।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এছাড়া, ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০৮ সালে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে পরস্পরের কারাগারে আটক বেসামরিক বন্দিদের তালিকাও নতুন বছরের প্রথম দিন বিনিময় করে নয়াদিল্লি ও ইসলামাবাদ।

গতকাল (রোববার) পাকিস্তান ভারতের কাছে ৭০৫ জন ভারতীয় বন্দির তালিকা হস্তান্তর করেছে যাদের মধ্যে ৫১ জন বেসামরিক নাগরিক ও ৬৫৪ জন মৎস্যজীবী রয়েছেন। অন্যদিকে নয়াদিল্লি ভারতীয় কারাগারে আটক যে ৪৩৪ পাকিস্তানি নাগরিকের তালিকা হস্তান্তর করেছে তাদের মধ্যে ৩৩৯ জন বেসামরিক নাগরিক ও ৯৫ জন মৎস্যজীবী রয়েছেন।তবে ভারত ও পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর সংখ্যা গণমাধ্যমে প্রকাশিত হয়নি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।