সুইডেনে কুরআন অবমাননাকে ষড়যন্ত্র বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i118816-সুইডেনে_কুরআন_অবমাননাকে_ষড়যন্ত্র_বললেন_পাকিস্তানের_প্রধানমন্ত্রী
সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ২০:৪০ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ
    শাহবাজ শরিফ

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিভিন্ন দেশের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ (সোমবার) এক বিবৃতিতে পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। মুসলমানদের ধর্মীয় অনুভূতির ওপর মারাত্মক আঘাত।

এর আগে গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই কাণ্ডজ্ঞানহীন ও উসকানিমূলক পদক্ষেপ বিশ্বের দেড়শ' কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে।

এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরান, আফগানিস্তান জর্দান, কুয়েত, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরবও কুরআন অবমাননার নিন্দা জানিয়েছে।

সুইডেন সরকার সম্প্রতি দেশটির উগ্র-ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেয়। কুখ্যাত এই চরমপন্থী ধর্ম অবমাননার নিকৃষ্ট কাজটি করার সময়ও পুলিশের পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পেয়েছে।  #

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।