পুতিনের বিরুদ্ধে আইসিসি'র গ্রেফতারি পরোয়ানা জারি!
https://parstoday.ir/bn/news/world-i120814-পুতিনের_বিরুদ্ধে_আইসিসি'র_গ্রেফতারি_পরোয়ানা_জারি!
হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০২৩ ১০:৩৯ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

তবে ক্রেমলিন ওই পরোয়ানা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে একরম কোনো আদেশ জারি করার এখতিয়ার ওই আদালতের নেই।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়।

পুতিন ছাড়াও রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

তবে পুতিনের বিরুদ্ধে আইসিসি’র জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘তাৎপর্যহীন’ বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই দেশটিতে কোনো ধরনের নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

পেসকভ বলেন, আইসিসির বিচারিক ক্ষমতাকে স্বীকৃতি দেয়নি মস্কো। তাই ওই আদালতের পক্ষ থেকে পুতিনের বিরুদ্ধে জারি করা পরোয়ানাকে ‘গর্হিত ও অগ্রহণযোগ্য’ বলে মনে করছি মস্কো। ক্রেমলিনের মুখপাত্র আরো বলেন, রাশিয়ার ব্যাপারে আইসিসির জারি করা কোনো আদেশের কোনো তাৎপর্য নেই।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে একই ধরনের মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই।”#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।