সমুদ্রতলে পরমাণু বোমা বহনে সক্ষম ২য় ড্রোনের পরীক্ষা চালালো উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i121708-সমুদ্রতলে_পরমাণু_বোমা_বহনে_সক্ষম_২য়_ড্রোনের_পরীক্ষা_চালালো_উ._কোরিয়া
উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় সমুদ্র তলে পরমাণু বোমা বহনে সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে। একই ধরনের প্রথম ড্রোন পরীক্ষার দুই সপ্তাহ পর নতুন করে এই পরীক্ষার কথা ঘোষণা করল পিয়ং ইয়ং।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৯, ২০২৩ ১০:০৩ Asia/Dhaka
  • সমুদ্রতলে পরমাণু বোমা বহনে সক্ষম ২য় ড্রোনের পরীক্ষা চালালো উ. কোরিয়া

উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় সমুদ্র তলে পরমাণু বোমা বহনে সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে। একই ধরনের প্রথম ড্রোন পরীক্ষার দুই সপ্তাহ পর নতুন করে এই পরীক্ষার কথা ঘোষণা করল পিয়ং ইয়ং।

প্রথম পরীক্ষার পর দেশটি বলেছিল, এ ধরনের ড্রোন যে পরমাণু বোমা বহন করতে পারে তা সাগরে 'তেজস্ক্রিয় সুনামি' সৃষ্টি করতে পারবে। 

আজ (শনিবার) উত্তর কোরিয়া ঘোষণা করেছে, তারা হাইল-টু নামের এই ড্রোনের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট ৪ থেকে ৭ এপ্রিলের মধ্যে সমুদ্রতলে কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।

কেসিএনএ'র খবরে বলা হয়েছে, হাইল-টু ড্রোন সমুদ্রের নিচেই এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এবং পরীক্ষার সময় ওয়ারহেড সঠিকভাবে বিস্ফোরিত হয়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, সমুদ্রের তলদেশে কৌশলগত অস্ত্র ব্যবস্থার উপরে নির্ভর করা সম্ভব এবং এটি ভয়াবহ রকমের হামলা চালাতে সক্ষম।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া সম্প্রতি যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এর জবাব হিসেবে উত্তর কোরিয়া এই পরমাণু অস্ত্রবাহী ড্রোনের পরীক্ষার চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।