সিউল কিয়েভেকে সামরিক সহায়তা দিলে পিয়ংইয়ংকে সমরাস্ত্র দেবে মস্কো
https://parstoday.ir/bn/news/world-i122170-সিউল_কিয়েভেকে_সামরিক_সহায়তা_দিলে_পিয়ংইয়ংকে_সমরাস্ত্র_দেবে_মস্কো
দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিলে রাশিয়া উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করতে শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৩ ০৮:৩৩ Asia/Dhaka
  • সিউল কিয়েভেকে সামরিক সহায়তা দিলে পিয়ংইয়ংকে সমরাস্ত্র দেবে মস্কো

দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিলে রাশিয়া উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করতে শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক-ইয়েওল আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার আগে গতকাল (বুধবার) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সিউল তার নীতিতে পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, পরিস্থিতি যদি এমন হয় যে, বেসামরিক নাগরিকদের ওপর বড় ধরনের হামলা, গণহত্যা অথবা মারাত্মক যুদ্ধাপরাধ ঘটছে তখন আমাদের পক্ষে হয়তো শুধু মানবিক ত্রাণ বা অর্থনৈতিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ থাকা সম্ভব হবে না।

উন বলেন, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে দক্ষিণ কোরিয়া যেমন আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করেছে ঠিক তেমনি সিউল এখন কীভাবে ইউক্রেনকে আত্মরক্ষা ও পুনর্গঠনে সাহায্য করতে পারে তা ভেবে দেখছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এ বক্তব্য প্রকাশিত হওয়ার পরপরই প্রতিক্রিয়া জানান রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া সিউলের চিরশত্রু উত্তর কোরিয়ার কাছে অত্যাধুনিক সমরাস্ত্র পাঠাবে।

তিনি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, “দক্ষিণ কোরিয়ার নাগরিকরা যখন তাদের নিকটতম দেশে রাশিয়ার অত্যাধুনিক সমরাস্ত্র দেখবে তখন তাদের অনুভূতি কেমন হবে তা ভেবে আমি শিহরিত হচ্ছি।”

আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া আর্টিলারি অস্ত্রসস্ত্রের বড় নির্মাতা। তবে যুদ্ধক্ষেত্রে অস্ত্র না পাঠানোর নীতিতে অটল থেকে এতদিন সিউল ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছিল। কিন্তু আমেরিকা সফরে যাওয়ার আগে ওয়াশিংটনের চাপেই কার্যত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তার দেশের নীতি পরিবর্তন করে ইউক্রেনকে সমরাস্ত্র দেয়ার আভাস দিলেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২০