ইমরান খানের গ্রেফতার অবৈধ; অবিলম্বে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
-
ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের গ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি করেন।
শুনানির এক পর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ইমরানকে হাজির করা হয়।
পরে শুনানি শেষে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি অবিলম্বে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এছাড়া, আগামীকাল ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি বান্দিয়াল। গত মঙ্গলবার ইমরান খানকে কথিত দুর্নীতির মামলায় গ্রেফতার করে দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্স।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।