হামদান দাগালোর পিছু না হঠার ঘোষণা
সুদানে সামরিক বাহিনীর বিমান হামলার মধ্যেই মানবিক যুদ্ধবিরতি কার্যকর
সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর মারাত্মক রকমের বিমান হামলার মধ্যেই সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ প্রায় একমাস আগে থেকে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং দু পক্ষের মধ্যে এর আগে কয়েকবার যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও সংঘাত বন্ধ হয় নি।
এ অবস্থায় গত শনিবার দুই পক্ষ মানবিক যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় এবং তা সোমবার রাত ৯টা ৪৫মিনিট থেকে কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির আগে এক বার্তায় আরএসএফের প্রধান হামদান দাগালো বলেছেন, দেশে যে সামরিক কু হয়েছে তার অবসান না হওয়া পর্যন্ত তার বাহিনী কিছু হঠবে না।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী খার্তুমের পূর্বাঞ্চলে সামরিক বাহিনী ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থাগুলোর সরবরাহ করা ছবিতে দেখা যায়- বিমান হামলা চালানো পূর্বখার্তুমে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
সুদানের সামরিক বাহিনীর প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহকারী মোহাম্মাদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে উত্তর আফ্রিকার এ দেশটিতে এক মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। আধা সামরিক বাহিনী আরএসএফের নেতৃত্বে রয়েছেন মোঃ হামদান দাগালো। আরএসএফ লড়াইয়ের ক্ষেত্রে প্রধানত স্থল বাহিনীর ওপর নির্ভর করছে, অন্যদিকে বুরহানের নেতৃত্বাধীন সামরিক বাহিনী বিমান শক্তির ওপর ভরসা করছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।