কেনিয়া সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার উপযুক্ত জবাব দেবে রুশ সেনাবাহিনী’
-
ল্যাভরভ
পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা রাশিয়ার সেনাবাহিনীর রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সোমবার কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে ‘দাম্ভিক শক্তিগুলোকে প্রফুল্ল’ করতে চায় ডেনমার্ক ও নেদারল্যান্ড। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ফোরামগুলোতে এসব দেশ সক্রিয়ভাবে সবার আগে ওয়াশিংটনকে খুশি করতে ব্যতিব্যস্ত থাকে।
মার্কিন সরকার নিজে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করতে অস্বীকৃতি জানালেও মিত্র দেশগুলোকে এ কাজ করার অনুমতি দিয়েছে। সবার আগে ডেনমার্ক ও নেদারল্যান্ড ইউক্রেনকে আমেরিকায় তৈরি ওই অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করতে রাজি হয়েছে। এছাড়া, আমেরিকাসহ বহু ইউরোপীয় দেশ ইউক্রেনের পাইলটদের ওই যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দিতে নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন সরকার এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছিল।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।