জেনিনে ভয়াবহ আগ্রাসন
ফিলিস্তিনিদের হত্যা করতে তেল আবিবকে সবুজ সংকেত দিল ওয়াশিংটন
ইহুদিবাদী ইসরাইলকে যত খুশি ফিলিস্তিনিদের হত্যা করার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। দখলদার সেনারা যখন জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন তেল আবিবকে এ সবুজ সংকেত দিল ওয়াশিংটন।
হোয়াইট হাউজের ন্যাশনাল সিক্যুরিটি কাউন্সিলের একজন মুখপাত্র তার ভাষায় বলেছেন, ফিলিস্তিনি ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে যেকোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার ও নিজ জনগণকে রক্ষা করার অধিকার ইসরাইল সরকারের রয়েছে। তিনি বলেন, হোয়াইট হাউজ পশ্চিম তীর পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি রেখেছে।
ওই মুখপাত্র ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার যখন এ মন্তব্য করেন তখন আকাশ ও স্থলপথে জেনিন শরণার্থী শিবিরের ওপর ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলা চলছিল। এ আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এদিকে জেনিনে ইহুদিবাদী আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তেল আবিবের সঙ্গে সব ধরনের যোগাযোগ, বৈঠক ও সহযোগিতা স্থগিত করে দিয়েছেন ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি সোমবার রামাল্লায় স্বাশাসিত সরকারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।