তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে: ইউক্রেন
(last modified Thu, 07 Sep 2023 04:04:30 GMT )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১০:০৪ Asia/Dhaka
  • ইউক্রেনের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সি দ্যানিলভ
    ইউক্রেনের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সি দ্যানিলভ

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সি দ্যানিলভ। ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ অভিযানের প্রতি ইঙ্গিত করে তিনি দাবি করেছেন, দু’টি প্রতিবেশী দেশের যুদ্ধে এ অঞ্চল থেকে বহু দূরের আন্তর্জাতিক শক্তি যোগ দিয়েছে। কাজেই এটি এখন বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান দ্যানিলভ গতকাল কিয়েভ নিরাপত্তা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, “যদি কেউ মনে করে থাকেন যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি তাহলে তিনি মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। এই যুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে। কিছুদিন এই যুদ্ধ ছিল পরোক্ষ কিন্তু এখন এটি প্রত্যক্ষ রূপ নিয়েছে।”

দ্যানিলভ বলেন, “যদি কেউ মনে করেন ইউক্রেন যুদ্ধে কিয়েভ ও মস্কোর মধ্যে বোঝাপড়া হচ্ছে তাহলে তিনিও ভুলের মধ্যে রয়েছেন। বিষয়গুলো এখন ধারনার চেয়েও অনেক বেশি জটিল হয়ে গেছে।”

সিআইএ’র সাবেক মহাপরিচালক ডেভিড পেট্রাউস

ডেডিভ পেট্রাউসের মূল্যায়ন

একই ফোরামে দেয়া বক্তৃতায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক মহাপরিচালক ডেভিড পেট্রাউস ইউক্রেন যুদ্ধের প্রতি ইঙ্গিত করে বলেন, “আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কিছু আর কখনও দেখিনি।”

তিনি আরো বলেন, “যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা তেমন কোনো উল্লেখযোগ্য রণকৌশল দেখাতে পারেনি ঠিকই কিন্তু তারা একটি অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। আর সেই ব্যবস্থা ভেদ করা বেশ কঠিন হয়ে পড়েছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, ইউক্রেন গত তিন মাস ধরে রাশিয়ার বিরুদ্ধে যে ব্যর্থ পাল্টা হামলা চালিয়েছে তাতে তাদের ৬৬,০০০ সেনা নিহত হয়েছে। এছাড়া, তারা কোনোরকম সাফল্য অর্জন করা ছাড়াই বিপুল পরিমাণ সমরাস্ত্র হারিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ