গণহত্যার দায়ে ইসরাইলি নেতাদের বিচার দাবি করল ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i130170-গণহত্যার_দায়ে_ইসরাইলি_নেতাদের_বিচার_দাবি_করল_ভেনিজুয়েলা
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণের দায়ে দখলদার ইসরাইলের নেতাদের বিচার দাবি করেছেন ভেনিজুয়েলার সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ১৯:৪২ Asia/Dhaka
  • গাজার আহত শিশুরা
    গাজার আহত শিশুরা

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণের দায়ে দখলদার ইসরাইলের নেতাদের বিচার দাবি করেছেন ভেনিজুয়েলার সরকার।

আজ (বুধবার) সকালে ভেনিজুয়েলার সরকার এক বিবৃতিতে গাজা বিশেষকরে জাবালিয়া শরণার্থী শিবিরে গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে গত শুক্রবার ভোরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে হবে এবং গাজায় অবিলম্বে জাতিগত নিধন বন্ধ করতে হবে। ফিলিস্তিনকে পরাধীন করে রাখা হয়েছে, এই ভূখণ্ডকে মুক্তি দিতে হবে।

এর আগেও নিকোলাস মাদুরো বলেছেন, ফিলিস্তিনি জাতির জন্য স্বাধীন রাষ্ট্র গড়ার বিষয়ে এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা জরুরি। তিনি বলেন, ফিলিস্তিনি কোনো যুদ্ধ হচ্ছে না বরং সেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানো হচ্ছে।

গাজার সমর্থন দক্ষিণ আমেরিকার দেশগুলো প্রথম থেকেই সোচ্চার রয়েছে। এ পর্যন্ত কলম্বিয়া ও বলিভিয়া দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

ইসরাইল গত কয়েক সপ্তাহ ধরে গাজায় নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্রই হামলা চালাচ্ছে। সর্বশেষ মঙ্গলবার গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে। এর ফলে অন্তত ১০০ ফিলিস্তিনি শহীদ ও বহু মানুষ আহত হয়েছেন।#  

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন