শিশু হত্যার ব্যাখ্যা দিলেন ম্যাকরন, পিছু হটলেন নিজের বক্তব্য থেকে
https://parstoday.ir/bn/news/world-i130718-শিশু_হত্যার_ব্যাখ্যা_দিলেন_ম্যাকরন_পিছু_হটলেন_নিজের_বক্তব্য_থেকে
ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যেভাবে শিশু হত্যা করছে তা গ্রহণযোগ্য নয় বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছেন তা থেকে তিনি সরে এসেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৩, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • শিশু হত্যার ব্যাখ্যা দিলেন ম্যাকরন, পিছু হটলেন নিজের বক্তব্য থেকে

ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যেভাবে শিশু হত্যা করছে তা গ্রহণযোগ্য নয় বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন যে বক্তব্য দিয়েছেন তা থেকে তিনি সরে এসেছেন।

এ ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে ইসরাইলের প্রেসিডেন্ট ইজজাক হারযোগকে টেলিফোন করেন এবং নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।

ম্যাকরন বলেন, “ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ক্ষতি করার কথার মধ্যদিয়ে তিনি প্রকৃতপক্ষে ইসরাইলকে উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করতে চাননি। এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত গাজার মানবিক পরিস্থিতির কথা বোঝাতে চেয়েছেন।”

ম্যাকরন টেলিফোনালাপে হারজোগকে জোর দিয়ে বলেন, ইসরাইলের আত্মরক্ষার প্রতি ফ্রান্সের সমর্থন রয়েছে। পাশাপাশি গাজায় হামাসের হাতে যেসব বন্দি রয়েছে তাদের মুক্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি।

গত শুক্রবার বিবিসি'র সাথে এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইল বিমান হামলার মধ্যদিয়ে গাজায় যে হাজার হাজার শিশু হত্যা করছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই বক্তব্যে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ হন। হারযোগ বলেন, ম্যাকরনের বক্তব্যে ইসরাইলে আতংক এবং হতাশার সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৩