ফিলিস্তিনের হামাসকে ধ্বংস করা যাবে না: বোরেলের স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/world-i131610-ফিলিস্তিনের_হামাসকে_ধ্বংস_করা_যাবে_না_বোরেলের_স্বীকারোক্তি
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের হামাস একটি চিন্তাধারা ও বিশ্বাসের নাম, এটাকে ধ্বংস করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের ওয়েব সাইটে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১৮:৩১ Asia/Dhaka
  • বোরেল
    বোরেল

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের হামাস একটি চিন্তাধারা ও বিশ্বাসের নাম, এটাকে ধ্বংস করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের ওয়েব সাইটে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেছেন, 'আপনি একটি বিশ্বাস বা চিন্তাধারাকে মুছে ফেলতে পারবেন না, যদি না প্রমাণ করতে পারেন আপনার কাছে এর চেয়ে উত্তম চিন্তা বা বিশ্বাস রয়েছে।'

বোরেলের মতে, আন্তর্জাতিক উপাদানের ভিত্তিতে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় তিনি গাজায় পাঁচ হাজারের বেশি শিশু হত্যার নিন্দা জানান এবং এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।

এর আগে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক এই কর্মকর্তা। তিনি দাবি করেছিলেন, ফিলিস্তিনের পশ্চিম তীর বা গাজা উপত্যকায় হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভবিষ্যৎ নেই।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।