ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থায় নেই আমেরিকা, ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i131752
ক্রেমলিনের মুখপাত্র আবারও বলেছেন কিয়েভের সঙ্গে চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত রয়েছে মস্কো। দিমিত্রি পেসকভ বলেন: রাশিয়া কখনোই কূটনৈতিক পন্থাকে নাকচ করে নি বরং কিয়ভই ২০২২ সালের বসন্তে আলোচনার টেবিল ত্যাগ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৬:০০ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র আবারও বলেছেন কিয়েভের সঙ্গে চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত রয়েছে মস্কো। দিমিত্রি পেসকভ বলেন: রাশিয়া কখনোই কূটনৈতিক পন্থাকে নাকচ করে নি বরং কিয়ভই ২০২২ সালের বসন্তে আলোচনার টেবিল ত্যাগ করেছে।

Image Caption

মস্কো বারবার বলেছে কিয়েভের সঙ্গে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু কিয়েভই বহুবার মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শরতে একটি আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশবলে ক্রেমলিনের বর্তমান নেতৃত্বের সঙ্গে যে-কোনো ধরনের আলোচনাকে নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক কর্মকর্তা লরি জনসন বলেছেন এই মুহূর্তে আমেরিকা কিংবা ব্রিটেন ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরবরাহ করার মতো অবস্থায় নেই। সুতরাং ইউক্রেনের সামরিক পরাজয় এখন আর অপ্রত্যাশিত নয়।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা নাম উল্লেখ না করার শর্তে বলেছেন: আমাদের বাজেট শেষ হবার পথে রয়েছে। চলতি ডিসেম্বর মাসের পর বাজেট শূন্য হয়ে যাবে বলে তিনি জানান। ইউক্রেনিয় নিউজ সাইট স্টারনাও জানিয়েছে, সেদেশের ৪৪ শতাংশ জনগণ মনে করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে সরকারের উচিত আলোচনার টেবিলে বসা। তবে প্রায় অর্ধেকের মতো জনগণ মনে করে কিয়েভের উচিত আলোচনা না করে যুদ্ধ অব্যাহত রাখা।#

পার্সটুডে/এনএম/ ৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।