মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না ইসরাইলের জাহাজ
https://parstoday.ir/bn/news/world-i132350-মালয়েশিয়ার_বন্দরে_ভিড়তে_পারবে_না_ইসরাইলের_জাহাজ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, তার দেশের সমুদ্রবন্দরে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে বড় জাহাজ কোম্পানির কোনো জাহাজ ভিড়তে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত আড়াই মাস ধরে চলা বর্বর আগ্রাসনের প্রতিবাদে আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিলেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২০, ২০২৩ ১৯:৪৫ Asia/Dhaka
  • মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না ইসরাইলের জাহাজ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, তার দেশের সমুদ্রবন্দরে ইহুদিবাদী ইসরাইলের সবচেয়ে বড় জাহাজ কোম্পানির কোনো জাহাজ ভিড়তে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত আড়াই মাস ধরে চলা বর্বর আগ্রাসনের প্রতিবাদে আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিলেন।

তিনি আরো বলেন, যেসব জাহাজ ইসরাইলের দিকে যাবে এবং যেসব জাহাজ ইজরাইলি পতাকা বহন করবে তারাও মালয়েশিয়ার কোনো বন্দর থেকে কার্গো বোঝাই করতে পারবে না।

আজ (বুধবার) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব ঘোষণা দেন। তিনি ওই বিবৃতিতে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। আনোয়ার ইসরাইলের সবচেয়ে বড় শিপিং ফার্ম জিআইএম-এর কথা উল্লেখ করেছেন।

মালয়েশিয়ার মন্ত্রিসভা ২০০২ সালে ইসরাইলি কোম্পানির জাহাজ মালয়েশিয়ার বন্দরে নোঙর করার অনুমতি দেয়। ২০০৫ সালে ইসরাইলের মালিকানাধীন জাহাজকেও মারয়েশিয়ার বন্দরে নোঙর করার সুবিধা দিয়েছে। কিন্তু আজকের এই আদেশের মধ্য দিয়ে সেই অনুমোদন প্রত্যাহার করা হলো।

আনোয়ার বলেন, "মালয়েশিয়ার সরকার ইসরাইলভিত্তিক শিপিং কোম্পানি জিআইএম-কে মালয়েশিয়ার যেকোনো বন্দরে ডকিং থেকে নিষিদ্ধ ও অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া যা মৌলিক মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।"

আনোয়ার ইব্রাহিম বলেন, তার দেশ নিশ্চিত যে, এই সিদ্ধান্তের ফলে নিজেদের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে না। ইসরাইলের সাথে মালয়েশিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।