সেনাপ্রধানকে বরখাস্তের পরিকল্পনা; বিরোধিতা করেনি হোয়াইট হাউজ
(last modified Sat, 03 Feb 2024 11:22:07 GMT )
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • সেনাপ্রধানকে বরখাস্তের পরিকল্পনা; বিরোধিতা করেনি হোয়াইট হাউজ

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনার কথা হোয়াইট হাউসকে জানিয়েছে কিয়েভ সরকার। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থার রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সরকারের এই সিদ্ধান্তের কথা জেনে আমেরিকা কোনো পক্ষ নেয়নি বরং তারা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে।

সূত্রটি বলেছে, “আমি জোর দিয়েই বলছি যে, হোয়াইট হাউস বলেছে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না, আবার ইউক্রেনের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে আপত্তিও করছি না।”

একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি তার সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কথা পাঁচ দিন আগে জানিয়েছেন কিন্তু তার জায়গায় কাকে নিয়োগ দেয়া হবে তা এখনো খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেন প্রশাসন বিষয়টি নিয়ে একেবারেই নীরবতা পালন করছে। গত সোমবার তারা এই রিপোর্ট নাকচ করে দিয়ে বলেছে, জালুঝনিকে এখনো বরখাস্ত করা হয়নি। 

ইউক্রেনের যেসব স্থান রাশিয়ার সামরিক বাহিনী দখল করে নিয়েছে সেগুলো পুনরুদ্ধার করতে ব্যর্থ হওয়ার কারণে জেনারেল জালুঝনির সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির সম্পর্কের অবনতি ঘটেছে। ব্যর্থতার বিষয়টিকে মেনে নিতে চাইছেন না ভলোদিমির জেলেনস্কি।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ