ইউক্রেনকে অর্থ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i135472-ইউক্রেনকে_অর্থ_সরবরাহ_বন্ধ_করার_প্রতিশ্রুতি_দিয়েছেন_ট্রাম্প
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্যপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, তিনি প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হতে পারলে ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অর্থ সরবরাহ বন্ধ করবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১১, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • ইউক্রেনকে অর্থ সরবরাহ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্যপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, তিনি প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হতে পারলে ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অর্থ সরবরাহ বন্ধ করবেন।

শুক্রবার ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে দুই নেতা আলাপ করেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অর্থ যোগান দেয়া বন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে। মার-আ-লাগোতে বৈঠক শেষে ভিক্টর অরবান ওই আলোচনা সম্পর্কে এম-ওয়ান টেলিভিশন চ্যানেলের কাছে সামান্য কিছু তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ট্রাম্প নির্বাচিত হতে পারলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য একটি পয়সাও দেবে না ওয়াশিংটন।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা যদি অর্থ না দেয় তাহলে ইউরোপীয়রা নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে এই যুদ্ধের ব্যয় মেটাতে পারবে না। ফলে তখনই যুদ্ধ শেষ হয়ে যাবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের সাথে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই বৈঠক সম্পর্ক জো বাইডেনের মন্তব্য চাইলে তিনি বলেন, ভিক্টর অরবান গণতন্ত্রে বিশ্বাস করেন না।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।