চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে: বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i136952-চলতি_সপ্তাহে_ইউক্রেনে_আবারও_অস্ত্র_পাঠানো_শুরু_হবে_বাইডেন
​​​​​​​মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে। এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে। 
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ২৪, ২০২৪ ১২:০৯ Asia/Dhaka
  • চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে: বাইডেন

​​​​​​​মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে। এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে। 

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া সাড়ে নয় হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস হয়েছে যার মধ্যে ৬১০০ কোটি ডলার দেয়া হবে ইউক্রেনকে। বাকি অর্থ যাবে ইহুদিবাদী ইসরাইল ও তাইওয়ানে।

গতকাল (মঙ্গলবার) এই বিল মার্কিন সিনেটেও পাস হয়েছে। বিলের পক্ষে ৭৯ জন সিনেটর ভোট দেন আর বিরোধিতা করেন ১৮ জন। এই পদক্ষেপের মধ্যদিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলে আসছিল তার অবসান হলো। 

সিনেটে বিল পাসের পর প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, বিলটি আমার টেবিলে আসার সাথে সাথেই আমি তাতে সই করে আইনে পরিণত করব এবং শিগগিরই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেব যাতে আমরা দ্রুত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাতে পারি

আমেরিকা ইউক্রেনকে যে নতুন সামরিক সহায়তা দিতে যাচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাপক পরিমাণে ভারী গোলাবারুদ থাকছে। এর পাশাপাশি থাকবে সাঁজোয়াযান এবং অন্যান্য অস্ত্র। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে গতকাল কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাদের কয়েকজন জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে কতগুলো আইটেম আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে পাঠানো হবে, বাকিগুলো পাঠাতে একটু বেশি সময় লাগবে। পেন্টাগন এই বক্তব্যকে স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেনি#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন